ব্লগিং করে মাসে কত টাকা আয় করা যায়

ব্লগিং করে মাসে কত টাকা আয় করা যায়। ব্লগিং করে মাসে ১০০ ডলার থেকে ১০,০০০ ডলারের বেশি আয় করা যায়। বাংলা ব্লগিং করে মাসে হাজার ডলার আয় করাও অনেক কঠিন।

ব্লগিং করে মাসে কত টাকা আয় করা যায়

বাংলায় ব্লগিং করে হাজার ডলার আয় করা সাইটের সংখ্যা হাতে গোনা। ইংরেজি ভাষায় ব্লগিং করে মাসে আনলিমিটেড আয় করা যায়। মাসে ১০,০০০ ডলার থেকে ৫০,০০০ ডলার পর্যন্ত আয় করা যায়।

ব্লগিং করে মাসে কত টাকা আয় করা যায়

ব্লগিং করে মাসে কত টাকা আয় করা যায়? এর প্রশ্নের উত্তর এক কথায় দেয়া যায় না। কারণ, একটি ব্লগের আয়ের নিয়ামকগুলো একটি উপাদানের উপর নির্ভর করে না। অনেকগুলো উপাদানের উপর নির্ভর করে।

ব্লগিং করে মাসে কত টাকা আয় করা যায়। ব্লগিং কি এসব নিয়ে বিস্তারিত জানবো আজকের পোস্টে

ব্লগিং কি?

ব্লগিং হলো একটি ক্ষুদ্র দিনপঞ্জি। অনলাইনভিত্তিক একটি ডায়েরি। যেখানে ব্যক্তি তার জীবনের নানাদিক তুলে ধরেন। পাঠকরা পড়েন। যিনি ব্লগ লিখেন তাকে বলা হয় ব্লগার। যিনি যতো ভালো ব্লগ লিখেন তার ব্লগে ততো বেশি পাঠক পছন্দ করেন।

ব্লগিং প্ল্যাটফর্ম

ব্লগিং করার জন্য শত শত প্ল্যাটফর্ম আছে। ফ্রি-প্ল্যাটফর্ম আছে। আছে পেইড প্ল্যাটফর্ম। ফ্রি-প্ল্যাটফর্মে ব্লগিং করে আয় করা কঠিন। আয় হয় না এমন নয়। ফ্রি-প্ল্যাটফর্মে ব্লগিং করেও আয় করা যায়। তবে, সেক্ষেত্রে লিখার গুনগতমান ভালো হতে হবে। সাথে ভালোমানের এসইও জানতে হবে।

ফ্রিতে ব্লগিং করতে হলে Google Blogger.com ব্যবহার করুন। ব্লগিং এর জগতে গুগলই সেরা। হোস্টিং, সাব-ডোমেইন, এবং ফ্রি থাম্বনেইল ব্যবহার করতে পারবেন। পেইড ব্যবহার করতে হলে, এগুলো কিনে ব্যবহার করতে হবে।

ব্লগিং করে মাসে মাসে আয় করতে হলে, ব্লগিং সাইটে নিয়মিত পাঠক আসতে হবে। যখন নিয়মিত পাঠক আসবে। ব্লগ পড়বে। তখন, ব্লগ সাইট থেকে আয় করতে পারবেন। কিভাবে আয় করতে পারবেন?

ব্লগ সাইট মনিটাইজেশন

ব্লগ সাইট মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে। মনিটাইজেশনের জন্য Google AdSense ব্যবহার করুন। প্রায় ২০ লক্ষের অধিক মানুষ গুগল এডসেন্স ব্যবহার করছে। গুগল এডসেন্স আপনার সাইট রিভিউ করবে।

ব্লগ সাইটটি এডভার্টাইজ ফ্রেন্ডলি হলে মনিটাইজেশন চালু করে দিবে। তখন, সাইটে গুগলের বিজ্ঞাপন বসিয়ে সাইট থেকে আয় করতে পারবেন। ব্লগ সাইট থেকে গুগল এর বিজ্ঞাপনছাড়াও আরো অনেক উপায়ে আয় করা যায় না। যেমন; অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করা যায়। সিপিএ মার্কেটিং করে আয় করা যায়। লোকাল ব্যবসার সাথে কোলাবোরেশন করে করে আয় করা যায়।

উপংসহার:

ব্লগিং করে মাসে কত টাকা আয় করা যায়? এর প্রশ্নের উত্তর এক কথায় দেয়া যায় না। কারণ, একটি ব্লগের আয়ের নিয়ামকগুলো একটি উপাদানের উপর নির্ভর করে না। অনেকগুলো উপাদানের উপর নির্ভর করে। যেমন কাজ করবেন, তেমন আয় করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top