ইমেইল আইডি খোলার নিয়ম। আপনাদের দেখানোর জন্য আরেকটি ইমেইল আইডি খুলবো। সেটা পরবর্তীতে আমার কাছে লাগবে। তাই, ইমেইল আইডি খোলার ক্ষেত্রে অবহেলা করবো না। সহজ উপায়ে সংক্ষিপ্তভাবে দেখাবো।
Table of Contents
ইমেইল আইডি না থাকলে,
- YouTube ব্যবহার করতে পারবেন না।
- Google Play Store; ব্যবহার করতে পারবেন।
- Gmail Account; না থাকলে ইমেইল পাঠাতে ও গ্রহণ করতে পারবেন।
ইমেইল আইডি খোলার জন্য একটি কম্পিলিট গাইডলাইন এখানে দেওয়া দিলাম। আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আপনি কীভাবে সঠিকভাবে ইমেইল আইডি খুলবেন তা বিস্তারিতভাবে জানতে পারবেন।
ইমেইল আইডি খোলার নিয়ম:
আপনি কোন ইমেইল সেবা ব্যবহার করতে চান? অবশ্যই গুগলের জিমেইল। তাইলে, আপনাকে গুগলেই যেতে হবে। প্রথমে Google এর ওয়েবসাইটে যেতে হবে।

অনেকগুলো ইমেইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আছে। যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে ইমেইল সেবা প্রাপ্তির জন্য ইমেইল আইডি খুলতে পারবেন। কয়েকটি ওয়েবসাইটের নাম এবং লিংক দিলাম।
আরো পড়ুন: ডিজিটাল মার্কেটিং কি! কিভাবে ডিজিটাল মার্কেটি জার্নি শুরু করবেন সম্পন্ন গাইডলাইন
- Gmail ওয়েবসাইট: https://mail.google.com
- Yahoo ওয়েবসাইট: https://mail.yahoo.com
- Outlook ওয়েবসাইট: https://outlook.live.com
২ সাইন আপ/ইমেইল আইডি তৈরি করুন
ওয়েবসাইট ভিজিট করার পরে দেখতে পাবেন। Crate Account লিখা একটি অপশন। এই অপশনে ক্লিক করুন।
প্রথম ধাপে আপনাকে গুগল অ্যাকাউন্টের ধরণ ধারণ করতে হবে অর্থাৎ ইমেইল আইডি’র ক্যাটাগরি বেছে নিতে হবে।
ব্যবসার জন্য গুগল আইডি
নিজের ব্যক্তিগত কাজের জন্য ইমেইল আইডি, এবং
সন্তান; থেকে বেছে নিন।
আপনার প্রাথমিক তথ্য চাইবে। যেমন;
ইমেইল আইডি খোলার জন্য কিছু প্রাথমিক তথ্য শেয়ার করতে হবে যেমন; ব্যবহারকারীর নাম, জন্ম তারিখ, ইমেইলের পার্সওয়ার্ড এর মতো তথ্য দিতে হবে।
আরো পড়ুন: টাকা ইনকাম করার সহজ উপায়! (নতুদের জন্য)
নাম: ব্যক্তির প্রথম নাম। নামের শেষ অংশ আলাদা আলাদা করে দিতে হবে। এসব তথ্য দিয়ে আপনার ইমেইল সাজানো হবে। প্রয়োজনীয় ডাটা সরবরাহ করা হবে। যেমন; উদাহরণ হিসেবে একটি ইমেইল আইডি’র নাম উল্লেখ করছি। Sagor25 এটি আপনার ইমেইল আইডি হবে। আপনার ইমেইল আইডির নাম হবে। sagor25@gmail.com। এটি র্যামডমলি নিয়েছি।
ইমেইলের একটি শক্তিশালি পাসওয়ার্ড যুক্ত করুন। স্ট্রং পাসওয়ার্ড যুক্ত করার জন্য আমাদের উদাহরণটি দেখুন। পাসওয়ার্ডে অবশ্যই Small letter, Capital letter, Number, Sign and Symbol এর সমন্বয়ে করবেন। এমনটি করলে একটি শক্তিশালী পাসওয়ার্ড পাবেন। যেমন; $S@g25or$ এরকমটি হলে ইমেইল আইডি’র পাসওয়ার্ড নিয়ে ভাবনা করতে হবে না।
ফোন নাম্বার যাচাই
এখানে আপনার একটি ফোন নাম্বার লাগবে। এবার, আপনাকে পরের ধাপে যেতে হবে। তার জন্য “Next Button”- এ ক্লিক করুন। আপনার মোবাইল দিন। মোবাইল দিয়ে ইমেইল আইডি খুললে ইমেইলে আইডি’র নিরাপত্তাজনিত ঝুঁকি কমে। পাসওয়ার্ড হারিয়ে গেলে আইডি ফিরে পেতে সহায়ক হয়।
Recovery Email ID
Recovery Email ID: আপনার আগে থেকে ইমেইল আইডি খোলা থাকলে, সেই ইমেইল আইডি দিয়ে রাখুন। এতে আপনার পাসওয়ার্ড রি-সেট করতে সুবিধা হবে।
আপনার দেয়া মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করা হবে। মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। সেই কোড দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
এবার, জিমেইল এর সমস্ত “Term and Conditions” পড়ে নিন। তারপর, “I agree” বাটনে ক্লিক করুন।
এবার, আপনার ইমেইল অ্যাকাউন্ট সম্পন্ন হলো। এই ইমেইল আইডি থেকে ইমেইল পাঠাতে পারবেন। ইমেইল রিসিভ করতে পারবেন।
Gmail আইডি এবং Google আইডি’র মধ্যে পার্থক্য কি কি?
Gmail আইডি এবং Google আইডি’র মধ্যে পার্থক্য আছে। এই দুটি আইডি এক নয়। জিমেইল হলো গুগলের অনেকগুলো পণ্যের মধ্যে একটি সেবা। তবে, গুগলের যেকোনো সেবা গ্রহণ করতে হলে জিমেইল আইডি থাকা বাধ্যতামূলক। যেকোনো গুগল পরিষেবা নিতে চাইলে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করুন। নিচে টেক জায়ান্ট গুগলের কযেকটি পরিষেবার নাম দেয়া হলো।
আরো পড়ুন: ব্লগিং করে মাসে কত টাকা আয় করা যায়
- Google Play Store
- YouTube
- Google map
- Google Drive
- Google Photos
- Google calendar
- Google Blogger