ব্লগিং করে টাকা ইনকাম

ব্লগিং করে টাকা ইনকাম করতে চান? অনলাইন ইনকামের অনেক উপায় থাকলেও ব্লগিং হলো সবথেকে ভালো। অনেকে বলে থাকেন ব্লগিং এর যুক্ত শেষ। পরিসংখ্যান বলছে, ব্লগিং ইন্ড্রাস্ট্রি প্রতিবছর গ্রো করছে।

ব্লগিং করে ইনকাম করতে চাইলে, লিখায় অভিজ্ঞতা থাকতে হবে। লিখায় অভিজ্ঞতা থাকলে আপনার কাজটা সহজ হবে। কারণ, একটি ব্লগ সাইটের মূল চালিকাশক্তি হলো আর্টিকেল বা কনটেন্ট।

ব্লগিং করে টাকা ইনকাম

ব্লগিং করে টাকা ইনকাম করতে চাইলে জানতে হবে ব্লগিং কি? ব্লগিং হলো ক্ষুদ্র দিন-পঞ্জিকা। মানুষের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাপ্রবাহ লিখে রাখার অনলাইন প্ল্যাটফর্ম হলো ব্লগিং। এই ধরণের ব্লগিং করে এখন আর ইনকাম করা যায় না।

ব্লগিং করে ইনকাম করতে চাইলে, তথ্য সমৃদ্ধ ব্লগিং করতে হবে। সময় চলছে তথ্য-সমৃদ্ধ ব্লগের। মানুষ গুগল সার্চ করে ব্লগ সাইটে আসে তথ্য খোঁজার জন্য। আপনার ব্লগিং উদেশ্য হওয়া উচিৎ তথ্য সরবরাহ করা।

যারা ব্লগিং করে ইনকাম করতে চান, তাদের প্রথমে একটি কাস্টম ডোমেইন এবং একটি হোস্টিং প্যাকেজ কিনতে হবে। একটি ভালো থিম কিনুন। এই থিম আপনার সাইটের ডিজাইন সুন্দর করতে সহয়তা করবে।

এবার, ইউনিক আর্টিকেল লিখুন। নিয়মিত পোস্ট করুন। আর্টিকেল লিখার আগে কী-ওয়ার্ড রির্চাস করে আর্টিকেল লিখবেন।

তাহলে, সাইটে নিয়মিত ভিজিটর পাবেন। এই সাইটে যখন ভিজিটর আসবে তখন গুগলের বিজ্ঞাপন বসিয়ে ইনকাম করতে পারবেন। এছাড়াও, আরো অনেক উপায়ে গুগল থেকে ইনকাম করতে পারবেন।

1 thought on “ব্লগিং করে টাকা ইনকাম”

  1. Pingback: ব্লগিং করে মাসে কত টাকা আয় করা যায় - incometips.info

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top